সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: মঙ্গলবার ১৩,জানুয়ারি :: মাস দশেক আগে দিঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের। রাজ্য সরকারের তরফ থেকে পুরীর জগন্নাথ ধামের সাথে তুলনা করে একে জগন্নাথ ধাম বলছেন অনেকেই।
কিন্তু পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মঙ্গলবার গঙ্গাসাগরে এসে এ বিষয়ে মুখ খুললেন। এদিন সাংবাদিক সম্মেলনে শঙ্করাচার্য বলেন, জগন্নাথ মন্দির তৈরি প্রশংসনীয় , কিন্তু একে জগন্নাথ ধাম বলে বানানো উচিৎ হয়নি।
এছাড়াও একের পর এক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার থেকে শুরু করে গঙ্গাসাগরে ব্রিজ তৈরি, ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচার, এস আই আর সব নিয়েই মন্তব্য করেন তিনি।
পাশাপাশি তিনি আরও বলেন, গঙ্গাসাগর তীর্থস্থান , এটাকে কখনও পর্যটন স্থল যাতে না করা হয়।

