নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ১৩,জানুয়ারি :: ফের শহর কলকাতায় পথ দুর্ঘটনা! তপসিয়ায় যাত্রীবোঝাই সরকারি বাস উল্টে গিয়ে বিপত্তি, আহত হয়েছেন কন্ডাক্টর সহ বেশ কয়েকজন যাত্রী। আহতদের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং থেকে সায়েন্স সিটির দিকে আসার পথে তপসিয়া মোড়ের কাছে আচমকাই উল্টে যায় সরকারি বাসটি। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান।

