নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ১৩,জানুয়ারি :: উন্নয়নের পথে আরও এক ধাপ এগোল করণদিঘী। দীর্ঘদিনের বেহাল রাস্তার অবসান ঘটিয়ে শুরু হলো বহু প্রতীক্ষিত রাস্তা সংস্কারের কাজ।
রসাখোয়ার দিঘলগাঁও হাটখোলায় আজ আনুষ্ঠানিকভাবে এই রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল।
উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের রসাখোয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দিঘলগাঁও হাটখোলায় অনুষ্ঠিত হলো রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। মাণিডাঙ্গা পিডব্লিউডি রোড থেকে গোয়াগাঁও পিডব্লিউডি রোড পর্যন্ত প্রায় ৮.৬ কিলোমিটার দীর্ঘ রাস্তা সংস্কারের কাজ শুরু হলো।
প্রায় ১ কোটি ৭৯ লক্ষ ৩১ হাজার ৩০ টাকা ব্যয়ে, WBSRDA-এর আর্থিক সহায়তায় এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, করণদিঘীর বিধায়ক গৌতম পালের ঐকান্তিক প্রচেষ্টায় এই রাস্তার রিপেয়ারিং কাজের সূচনা করা হয়।
আজ ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল।

