নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: মঙ্গলবার ১৩,জানুয়ারি :: মাথাভাঙা-২ ব্লকের বড়শৌলমারি গ্রামপঞ্চায়েতের বালাসুন্দর এলাকার ডুডুয়া নদীর বিলাতু ঘাট সংলগ্ন এলাকায় একদল হাতি ঢুকে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফালাকাটা হয়ে হাতির দলটি মাথাভাঙা এলাকায় চলে এসেছে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি কিছু হয়নি। বনদপ্তরের আধিকারিকরা এলাকায় রয়েছেন। হাতি গুলোকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে। বনদপ্তর সুত্রে জানা গিয়েছে, দলটিতে ১৫ টি হাতি রয়েছে।

