অপারেশন প্রয়াস এর সাফল্য খড়গ্রামে উদ্ধার ১৩টি হারানো মোবাইল ফোন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খড়গ্রাম :: মঙ্গলবার ১৩,জানুয়ারি :: আজ ১৩ জানুয়ারি খড়গ্রাম থানার উদ্যোগে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোট ১৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

মুর্শিদাবাদ জেলা পুলিশের অপারেশন প্রয়াস প্রকল্পের আওতায় এই সাফল্য অর্জিত হয়েছে। বর্তমান সময়ে মোবাইল ফোন সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় তা হারিয়ে গেলে নানা সমস্যায় পড়তে হয়।

সেই কথা মাথায় রেখেই খড়গ্রাম থানা দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে।

এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে পুলিশ প্রশাসনের প্রতি আস্থা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক পরিষেবায় খড়গ্রাম থানা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =