গঙ্গাসাগর এসে মৃত্যু হল অসমের এক পুণ্যার্থীর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: বুধবার ১৪,জানুয়ারি :: গঙ্গাসাগরে পুন্য স্নান করতে এসে মৃত্যু হল ভিন রাজ্যের এক তীর্থযাত্রীর। প্রশাসনিক সূত্রে জানা যায় মৃত ওই তীর্থযাত্রীর নাম মিতু মণ্ডল (৫১) বাড়ী আসামের সনিতপুর। গঙ্গাসাগরে মোক্ষলাভের আশায় আসাম থেকে একাই গঙ্গাসাগরে এসেছিল মিতু।

মঙ্গলবার দুপুরে হঠাৎই তিন নম্বর স্নান ঘাটের কাছে অজ্ঞান হয়ে পড়ে এরপর স্বেচ্ছাসেবক ও হ্যাম রেডিওর সদস্যরা তড়িঘড়ি ওই তীর্থযাত্রীকে সাগর অস্থায়ী হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এরপর প্রশাসনের তরফ থেকে শুরু হয় ওই ব্যক্তির পরিবারের অনুসন্ধান কাজ।

এই অনুসন্ধান কাজের গুরুদায়িত্ব এসে পড়ে হ্যাম রেডিও সদস্যদের কাছে। ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাসের নেতৃত্বে শুরু হয় মৃত ব্যক্তির নাম পরিচয় এর সন্ধানের কাজ। মৃত ব্যক্তির কাছে থাকা মাদুলি দেখে হ্যাম রেডিওর সদস্যদের প্রাথমিক অনুমান হয় এই মৃত ব্যক্তি আসামের বাসিন্দা।

এর পর শুরু হয় অনুসন্ধানের কাজ অবশেষে মৃত ওই ব্যক্তির পরিবারের সন্ধান পায় হ্যাম রেডিও সদস্যরা সাহায্য নেয়া হয় আসাম হ্যাম রেডিওর। এরপর সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলা হয় এবং আপৎকালীন পরিস্থিতিতে মৃত ওই ব্যক্তির পরিবার আগামীকাল গঙ্গাসাগরে এসে পৌঁছাচ্ছে।

এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস জানান, গঙ্গাসাগর মেলাতে এসে আসামের এক বাসিন্দা স্নান ঘাটের কাছে স্নান করতে এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এরপর আমরা উদ্ধার করে সাগর অস্থায়ী হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

মৃত ব্যক্তির পরিচয় ইতিমধ্যে জানা গিয়েছে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে হ্যাম রেডিওর পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সদস্যরা আগামীকাল গঙ্গাসাগর আসছে। মোক্ষ লাভের আশায় গঙ্গাসাগরে এসে মৃত এই তীর্থযাত্রীর পরিবারের এখন শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =