নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কেন্দুলী :: বুধবার ১৪,জানুয়ারি :: প্রদীপ প্রজ্বোলনের মধ্যদিয়ে সূচনা হয়ে গেলো শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কেন্দুলীর কবি জয়দেব মেলার। মেলা চলবে আগামী পাঁচ দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলার উদ্বোধক এসএসডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি কুটিরশিল্প ও কারা দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা । বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ ।
বীরভূমের জেলা শাসক ও সভাপতি জয়দেব মেলা কমিটি ধবল জৈন,রবি মূর্মু কর্মাধক্ষ্য মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ স্থায়ী সমিতি বীরভূম জেলা পরিষদ, জয়দেব মেলা কমিটির সম্পাদক তথা বোলপুর মহকুমা শাসক অসীম কান্তি মান্না, সিউড়ির বিধায়ক বিকাশ রায় , বোলপুরে সংসদ অসিত মাল সহ বিশিষ্টরা।
প্রতি বছর মকর সংক্রান্তির দিন পুণ্যস্নানের মাধ্যমে এই ঐতিহ্যবাহী মেলা শুরু হয়। এই মেলাকে ঘিরে মানুষের মধ্যে এক উন্মাদনার সৃষ্টি হয়। এই মেলা মূলত বীরভূমের সংস্কৃত পণ্ডিত জয়দেবের স্মৃতি তর্পণ উদ্দেশ্যে উদযাপিত হয়। অজয় নদের পাড়ে ছোট্ট গ্রাম জয়দেব কেন্দুলি।

