নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যাণী :: বুধবার ১৪,জানুয়ারি :: নদিয়ার কল্যাণী পৌরসভার বিবাদীপল্লী এলাকায় পৌরসভার গাড়ির তেল চুরির গুরুতর অভিযোগ উঠল পৌরকর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, দমকল অফিসের পাশে দাঁড় করিয়ে রাখা পৌরসভার বিভিন্ন গাড়ি থেকে নিয়মিত তেল চুরি করা হচ্ছিল।
এই ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় এক বাসিন্দা। অভিযোগ, তিনি ঘটনাটি ক্যামেরাবন্দি করতে গেলে অভিযুক্তরা তাঁকে মারধর করে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
খবর পেয়ে কল্যাণী থানায় এবং পরে কল্যাণী পৌরসভায় হাজির হন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি পৌরসভার নির্বাহী আধিকারিকের ঘরে বিক্ষোভ দেখান বিধায়ক ও বিজেপি কর্মীরা।
যদিও এই বিষয়ে কল্যাণী পৌরসভার চেয়ারম্যান নিলীমেশ রায় চৌধুরীর দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

