নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপড়া :: বুধবার ১৪,জানুয়ারি :: চোপড়া ট্রাফিক গার্ডের পুলিশ লরি চালকদের ধরে নিয়ে যাচ্ছে—এই দৃশ্য দেখে প্রথমে অনেকেই চমকে উঠেছিলেন। তবে জানা গেল, জেলে ঢোকানোর জন্য নয়, বরং লরি চালকদের চক্ষু পরীক্ষার জন্যই নিয়ে যাওয়া হচ্ছে।
মঙ্গলবার চোপড়া ট্রাফিক গার্ডের উদ্যোগে চোপড়া বাস স্ট্যান্ডে আয়োজন করা হয় একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এই শিবিরে বিশেষভাবে লরি ও ভারী যানবাহনের চালকদের চোখ পরীক্ষা করা হয়।
দীর্ঘ সময় গাড়ি চালানোর ফলে দৃষ্টিশক্তির সমস্যা যাতে দুর্ঘটনার কারণ না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
চক্ষু পরীক্ষা করিয়ে বহু লরি চালকই সন্তোষ প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, পুলিশের এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। চোপড়া ট্রাফিক গার্ডের এই কর্মসূচি পথ নিরাপত্তা ও চালকদের স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সাধারণ মানুষ।

