নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১৪,জানুয়ারি :: মালদা জেলার হরিচন্দ্রপুর বিধানসভার রামনগর এলাকার বাসিন্দা অতুল দাসের ছেলে উৎপল দাস দীর্ঘদিন ধরে পেটের জটিল সমস্যায় ভুগছিলেন। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিল পরিবারটি।
এই অবস্থার খবর পৌঁছাতেই গরিবের বন্ধু হিসেবে পরিচিত সমাজসেবী মতিউর রহমান উৎপলের বাড়িতে ছুটে যান। পরিবারের সঙ্গে কথা বলে তিনি দ্রুত উৎপল দাসের উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন এবং চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন।
মতিউর রহমানের এই মানবিক সহায়তায় নতুন আশার আলো দেখেছে উৎপল দাসের পরিবার। তাঁর এই উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী, যাঁদের মতে মানবিকতাই সমাজের সবচেয়ে বড় শক্তি।

