নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ১৪,জানুয়ারি ::দুই নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এবার তাঁদের সংস্পর্শে আসা এক চিকিৎসক ও আরও এক নার্সকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তর ২৪ পরগনার বারাসতে চিকিৎসাধীন ওই দুই আক্রান্ত নার্সের অবস্থা বর্তমানে অত্যন্ত সঙ্কটজনক। তাঁরা দু’জনেই ভেন্টিলেশনে রয়েছেন। জানা গিয়েছে, এর মধ্যে ওই মহিলা নার্স কোমায় চলে গিয়েছেন।
এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়াতে শুরু করেছে। সংক্রমণ আর কোথায় ছড়িয়েছে তা জানতে ‘কন্ট্যাক্ট ট্রেসিং’-এর কাজ শুরু করেছে স্বাস্থ্য দপ্তর।
এরপরই বর্ধমানের এক নার্স এবং দক্ষিণ ২৪ পরগনার এক চিকিৎসককে চিহ্নিত করা হয়। সূত্রের খবর, ওই নার্সকে বর্ধমান থেকে তড়িঘড়ি কলকাতায় আনা হয়েছে।
অন্যদিকে, নিভৃতবাসে থাকা ওই চিকিৎসক সামান্য অসুস্থ বোধ করায় তাঁকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের লালার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নজর রাখছেন। স্বাস্থ্য ভবনের তরফে একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে এবং একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর তৈরি করা হচ্ছে।

