সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: বৃহস্পতিবার ১৫,জানুয়ারি :: প্রতিবছরের মত এ বছরও গঙ্গা তীর্থযাত্রীরা গঙ্গাসাগরে যাওয়ার জন্য নামখানা বা কাকদ্বীপ লোকাল ট্রেন ধরে যেতে হয়।
সেই রাস্তার মধ্যে পড়ে জয়নগর বহুরু একবার হলেও তীর্থযাত্রীরা সেই জয়নগর মোয়ার অফুরন্ত স্বাদ পেতে ভিড় জমাচ্ছে তীর্থযাত্রীরা।
উত্তর প্রদেশ হোক বা গুজরাট সমস্ত তীর্থযাত্রীরা জয়নগরে মোয়ার কথা সবাই জানে তাই জয়নগর স্টেশন চত্বরে আপ্যায়ন সুইটস অথবা মানুর মোয়া নামে পরিচিত।
অন্যদিকে বহুরু বাজারে বীণাপানি মিষ্টান্ন ভান্ডার অথবা গণেশ দাসের মোয়া নামে পরিচিত, অন্যদিকে শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার অথবা বাবলু ও রঞ্জিতের নামে পরিচিত এই দোকানগুলিতে মোয়ারে গুণগত মানের স্বাদ নিতে ভিড় জমিয়েছে পুণ্যার্থীরা।

