নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বক্রেশ্বর :: বৃহস্পতিবার ১৫,জানুয়ারি :: হিন্দুদের প্রধান উৎসবগুলির মধ্যে মকর সংক্রান্তি বছরের সর্বপ্রথম উৎসব। এটি দেশের বিভিন্ন প্রান্তে পালিত হয়। তবে হিন্দু ধর্মে, এই উৎসবকে ঘিরে শোনা যায় নানা লোককথা।
বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি যা পৌষ মাসের শেষ দিন পালন করা হয়।
তবে হিন্দু ধর্মে, এই উৎসবকে ঘিরে চলে না না উৎসব। প্রতিটি জায়গার মতো দেখা গেল বীরভূমের বক্রেশ্বর ধামের উষ্ণ প্রস্রবণ ঘাট গুলিতে যেমন ভিড় তেমনি প্রতিটি মন্দির চত্বরেও মকর সংক্রান্তির পুজো দিতে অগণিত মানুষের ঢল।
নতুন বছর পড়তে না পড়তেই অগণিত মানুষের ভিড় বীরভূমের বক্রেশ্বর ধামে উষ্ণ প্রস্রবণ ঘাট গুলিতে মানুষ দেখা গেল চোখে পড়ার মতো সেখানে প্রচুর মানুষের সমাগম ঘটে এবং এই মকর সংক্রান্তির উৎসবকে ঘিরেই হিন্দু ধর্মের মানুষেরা মেতে উঠেছে।

