মাথাভাঙ্গা দুই ব্লকের ভোগমারা এলাকায় স্বামী স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো আত্মীয়ের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: বৃহস্পতিবার ১৫,জানুয়ারি :: মাথাভাঙ্গা দুই ব্লকের ভোগমারা এলাকায় স্বামী স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো আত্মীয়ের বিরুদ্ধে।মৃত দিলীপ বর্মন ও সম্পা বর্মন।জানা গেছে নারায়ন বর্মন মানসিক ভাবে অসুস্থ তবে কি কারণে মারলো বুঝতে পারছে না গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। দিলীপ বর্মন ও নারায়ন বর্মন কাকাতো জেঠতোতো ভাই।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 11 =