নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ১৫,জানুয়ারি :: দুর্গাপুর মহকুমা হাসপাতালে যুক্ত হতে চলেছে আরও এক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মধ্যে এই প্রথম দুর্গাপুরে চালু হচ্ছে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট।
রাজ্য সরকারের তহবিল থেকে প্রায় চার কোটি টাকা ব্যয়ে এই ইউনিট গড়ে তোলা হচ্ছে।এই ইউনিট চালু হলে সংগৃহীত রক্তকে রেড সেল, প্লাজমা ও প্লেটলেট—এই তিনটি উপাদানে আলাদা করা সম্ভব হবে।
ফলে রোগীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট রক্ত উপাদান ব্যবহার করা যাবে। এর মাধ্যমে এক ব্যাগ রক্ত থেকেই একাধিক রোগীর চিকিৎসা সম্ভব হবে এবং রক্তের অপচয় অনেকাংশে কমবে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এই নতুন পরিষেবা চালু হলে দুর্গাপুর সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ আরও উন্নত, আধুনিক ও দ্রুত রক্ত পরিষেবা পাবেন।

