নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: বৃহস্পতিবার ১৫,জানুয়ারি :: গত এক মাস আগে হাজরাহাটের অলকদার চর এলাকায় পারিবারিক বিবাদের জেরে সংঘর্ষে দুজনের মৃত্যু এবং পাঁচজন আহত হয় ।
সেই আহত পাঁচ জনের মধ্যে একজন দেব সরকার দ্বাদশ শ্রেণী স্কুল পড়ুয়া হাজরাহাট হরিশচন্দ্র হাই স্কুলের ছাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্র গত তিন দিন আগে হসপিটালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়।
এই ঘটনায় যুক্ত দোষীদের শাস্তির দাবিতে আজ পথ অবরোধে বসে হাজার হাট হরিশচন্দ্র হাই স্কুলের সেই মৃত ছাত্রের সহপাঠীরা।
অবস্থান রত ছাত্রদের একজনের একজনকে পুলিশ শারীরিক নিগ্রহ করে এবং এই ঘটনা তে ছাত্রদের খোভ আরও তীব্র হয়। পরিস্থিতি সামাল দিতে মাথাভাঙ্গা থানা থেকে আধিকারিক সহ অতিরিক্ত পুলিশ বাহিনী আসে।
পুলিশ আধিকারিক ছাত্রদের সাথে কথা বলে এবং দেব সরকারকে হত্যায় অভিযুক্ত দোষীদের কে দ্রুত ধরার আশ্বাস দেয় এবং অবস্থানরত ছাত্রের গায়ে হাত তোলার ঘটনায় সত্য যাচাই এবং প্রয়োজনে অভিযুক্ত পুলিশের উপযুক্ত শাস্তির আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

