নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শুক্রবার ১৬,জানুয়ারি :: পূর্ব বর্ধমানের মেমারির পালসিটে নাকা চেকিং চলাকালীন এক রহস্যজনক ঘটনার সাক্ষী থাকল পুলিশ ও স্থানীয়রা। নাম্বার প্লেটবিহীন একটি গাড়ি ফেলে রেখে চম্পট দেয় গাড়িতে থাকা একাধিক ব্যক্তি।
পরে গাড়িটি তল্লাশি করে পুলিশের হাতে উঠে আসে বান্ডিল বান্ডিল নগদ টাকা সহ একাধিক ডিজিটাল সামগ্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গাড়ি থেকে উদ্ধার হয়েছে আইফোন-সহ মোট চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি ট্যাব, একাধিক ডেবিট ও ক্রেডিট কার্ড। বিপুল পরিমাণ নগদ টাকা ও উদ্ধার হওয়া সামগ্রী দেখে পুলিশের প্রাথমিক অনুমান, গাড়িতে থাকা ব্যক্তিরা কোনও সংগঠিত অপরাধচক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে।
ঘটনাটি ঘটে পুলিশের রুটিন নাকা চেকিং চলাকালীন। পুলিশ গাড়িটি থামানোর ইঙ্গিত দিতেই চালক ও সঙ্গীরা গাড়ি ফেলে পালিয়ে যায়।
তদন্তে পুলিশের ধারণা, হুগলি জেলায় সংঘটিত কোনও অপরাধের সঙ্গে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে। নাম্বারবিহীন গাড়িটি হুগলি থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল বলেও পুলিশ সূত্রে খবর

