নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: শুক্রবার ১৬,জানুয়ারি :: কেন্দ্রীয় প্রকল্পে জমি দেবার চার বছরেও মেলেনি চাকরি, বন্ধ কৃষকদের রুজিরোজগার! প্রতিবাদে তীব্র শীতকে উপেক্ষা করে রেললাইনে শুয়ে আন্দোলন জমিদাতা কৃষকদের।
এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট রেলস্টেশন সংলগ্ন কাটনা এলাকায়। ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় বালুরঘাটের সাইলো গোডাউন।
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অধীনস্থ এই সাইলো গোডাউনটি তৈরির সময় বালুরঘাটের বোয়ালদাড় মৌজার প্রায় ৪৮ বিঘা আবাদি জমি কৃষকদের কাছ থেকে নেওয়া হয়।
২০২১ সালে পরিবারের একজন করে চাকরি পাবে এমন লিখিত চুক্তির বলে এলাকার কৃষকরা সেই জমি তুলে দেয় সাইলো কতৃপক্ষের হাতে।
আবাদি জমি নষ্ট হয়ে গেলেও, পরিবারের একজনের চাকরির টাকায় চলবেন এই আশাতেই প্রায় ৪০ জন কৃষক তাদের জমি হস্তান্তর করেছিলেন সাইলো কতৃপক্ষের হাতে। কিন্তু প্রায় পাচ বছর অতিক্রান্তের পরেও কৃষকদের পরিবারগুলিতে মেলেনি কোন চাকরি।
যা নিয়ে বার বার আন্দোলনের মাধ্যমে সাইলো কতৃপক্ষের দ্বারস্থ হলেও এব্যাপারে উদাসীন থেকেছে সাইলো কতৃপক্ষ বলেও অভিযোগ জমিদাতাদের। আর যার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সাইলো গোডাউন পুরো তালাবন্ধ করে দেন জমিদাতারা।
চলে তীব্র শীত উপেক্ষা করে রেললাইনে শুয়ে দিনরাত এককরে কৃষকদের আন্দোলনও। সরকারকে জমি দেবার পর চাকরির জন্য যে এভাবে রেললাইনে শুয়ে থেকে আন্দোলন করতে হবে তা তারা স্বপ্নেও ভাবতে পারেননি বলে জানান জমিদাতারা।

