দেশে রাজনীতির রং বদলালেও চোরের অভ্যাস বদলায় না! গুসকরা চুরিকন্ডে নাম জড়ালো দাপুটে তৃণমূল নেতার – তীব্র কটাক্ষ বিজেপির

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: গুসকরা :: শুক্রবার ১৬,জানুয়ারি :: দেশে রাজনীতির রং বদলালেও চোরের অভ্যাস বদলায় না। আগে ট্রেন থেকে কম্বল চুরি করে ভাইরাল বিজেপি নেতা, এবার টাকা-সোনা ছাপিয়ে কম্বল চুরিতে নাম লেখালেন শাসকদলের তৃণমূল নেতা। মনে হচ্ছে, কম্বল এখন রাজনৈতিক প্রতিযোগিতার নতুন সূচক!

অভিযুক্তের নাম হাই মল্লিক। তিনি পূর্ব বর্ধমান জেলার গুসকরা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি। অভিযোগ, টাকা ও সোনার পাশাপাশি কম্বল চুরির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে।

ইতিমধ্যেই আদালতের নির্দেশে তাকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দল আলাদা হলেও চুরির অভিযোগে একের পর এক রাজনৈতিক নেতার নাম জড়িয়ে পড়ায় প্রশ্ন উঠছে—এটাই কি এখন রাজনীতির নতুন বাস্তবতা?

উল্লেখ্য পূর্ব বর্ধমান জেলার,গুসকরা পৌরসভা এলাকায় গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অবাক করার বিষয়, স্বর্ণালঙ্কার ও নগদের পাশাপাশি চোরেরা কম্বল পর্যন্ত চুরি করে নিয়ে যায় ।

ঘটনাটি গুসকরা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আলুটিয়া সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকায়।পোস্ট অফিসের কর্মী রানা বিশ্বাসের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, রানা বিশ্বাস ও তাঁর স্ত্রী কয়েকদিন আগে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। রানার মা সিমা বিশ্বাস বাড়িতে তালা দিয়ে গুসকরা শান্তিপুরে নিজের বাপের বাড়িতে বেড়াতে যান।

বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে চোর বা চোরের দল বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। দুটি ঘরের দুটি আলমারি ভেঙে সেখান থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।

তবে এখানেই শেষ নয়—পরিবারের দাবি, শীতের রাতে চোরেরা ঘরের কম্বল পর্যন্ত নিয়ে গেছে! ফলে গোটা ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি চর্চাও শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =