নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: হাসনাবাদ :: শুক্রবার ১৬,জানুয়ারি :: বসিরহাটের হাসনাবাদ থানার বরুনহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর গ্রামে একটি সর্ষে ক্ষেতের এদের মধ্য থেকে সদ্যজাত শিশু মরদেহ উদ্ধার করল পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়” রামেশ্বরপুর তিন মাইল বটতলা গ্রামের সরষে ক্ষেতের মাঠের মধ্যে কে বা কারা মাটি খুঁড়ে ওই সদ্যোজাত দেহ পুঁতে দিয়ে ছিল। সকালে কয়েকটি শিয়াল সরষে ক্ষেতের গর্তের ভিতর থেকে মাটি খুঁড়ছিল এবং সেখানে মাটির মধ্যে ঐ সদ্যোজাত শিশুর দেহ খাবলানোর চেষ্টা করছিল।
এই দৃশ্য এলাকার এক চাষী দেখতে পায়। এরপর এলাকাবাসীদের খবর দেওয়ার সাথে সাথে সবাই এসে সেখানেই জড়ো হয়। তারা দেখতে পায় একটি সদ্যোজাত শিশুর মৃতদেহ আছে। এই ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা হাসনাবাদ থানায় খবর দেয়।
তারপর হাসনাবাদ থানার পুলিশ এসে সদ্যোজাত শিশুর দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত ওই শিশুর কোন ঠিকানা জানতে পারেনি।

