নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১৬,জানুয়ারি :: আক্রান্ত জেলাগুলিতে নমুনা সংগ্রহের জন্য আইসিএমআর একটি মোবাইল টেস্টিং বাস মোতায়েন করেছে। পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৩৮ জনকে শনাক্ত করেছেন যারা নিফা সংক্রামিত নার্সের সংস্পর্শে এসেছিলেন।
একজন নার্সিং স্টাফ সদস্য এবং একজন ডাক্তার সহ যারা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাদের বেলিয়াঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুখ্য স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম নিশ্চিত করেছেন যে নিফা পজিটিভ রোগীরা চিকিৎসা নিচ্ছেন। তিনি আরও বলেন যে বর্তমানে পজিটিভ রোগীর সংখ্যা একজন হওয়ায়, মোবাইল টেস্টিং বাসটি এখন বেলিয়াঘাটা আইডি হাসপাতালে অবস্থান করবে।

