নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: শনিবার ১৭,জানুয়ারি :: প্রায় দু’দশক পর পূর্বস্থলীর অধিকাংশ পরিযায়ী পাখি তাদের আবাসস্থল বদল করেছে। পরিবেশগত পরিবর্তন ও অতিরিক্ত পর্যটক চাপের কারণে এবার তারা তুলনামূলক শান্ত ও নিরাপদ পরিবেশে ঘাঁটি গেড়েছে পূর্বস্থলী থানার ঘাট সংলগ্ন ছাড়ি গঙ্গা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত প্রায় তিন বছর ধরে চুপি কাষ্ঠশালীর ঘাট ছেড়ে প্রায় ৭০ শতাংশ পরিযায়ী পাখি নবপল্লী ঘাট, থানার ঘাট, টালিভাঁটা ঘাট ও পুরাতন বাজার সংলগ্ন ছাড়ি গঙ্গার প্রায় তিন কিলোমিটার এলাকায় বসবাস শুরু করেছে। এই অঞ্চলে পর্যটকবাহী নৌকার চাপ কম থাকায় নিরিবিলি পরিবেশে সহজেই মানিয়ে নিচ্ছে পাখিরা।
চুপি কাষ্ঠশালীর ঘাট থেকে এই নতুন আবাসস্থলের দূরত্ব প্রায় সাড়ে ছ’ কিলোমিটার। বর্তমানে পরিযায়ী পাখি দেখার সবচেয়ে উপযুক্ত স্থান হিসেবে উঠে আসছে নবপল্লীর বাঁশের ব্রিজ ঘাট। এখান থেকেই অল্প সময়ের মধ্যে চোখে পড়ছে হাজার হাজার পরিযায়ী পাখি।
স্থানীয় স্বল্পসংখ্যক মৎস্যজীবীরা কম খরচে নৌকাভ্রমণের ব্যবস্থা করছেন। ঘণ্টা দেড়েকের জন্য প্রায় ১৫০ টাকায় পর্যটকদের পাখি দর্শন করানো হচ্ছে। হাওড়া–কাটোয়া রেলপথে পূর্বস্থলী স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র ১০ মিনিটেই পৌঁছনো যাচ্ছে এই নতুন গন্তব্যে।
স্থানীয়দের মতে, শান্ত পরিবেশই পরিযায়ী পাখিদের নতুন ঠিকানা বেছে নেওয়ার প্রধান কারণ।

