সীমান্তে ৫০ জন বিএলও র গণ ইস্তফার লিখিত অভিযোগ বিডিওর কাছে

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: স্বরূপনগর :: শনিবার ১৭,জানুয়ারি :: স্বরূপনগরের প্রায় ৫০ টি বুথের ৫০ জন BLO ইস্তফা দিতে হাজির হলেন স্বরূপনগর ব্লক অফিসে । তারা তাদের ইস্তফা দাবিতে স্বাক্ষর গ্রহণ চলছে । সরুপ নগরের ভিডিও ধ্রুবজ্যোতি রায় গনইস্তফা পত্র জমা নেন ।

বলেন তাদের কি নির্বাচন কমিশনের কাজের অসুবিধা আছে সেটা তারাই বলতে পারবেন জমা দিয়েছেন বিষয়টা আমি পুরোপুরি নির্বাচন কমিশন কে জানাবো ।

ইতিমধ্যে নির্বাচন কমিশনের খামখেয়ালী সিদ্ধান্তের উপরে বিরক্ত সাধারণ মানুষ থেকে শুরু করে বিএল ওরা তারই ফলস্বরূপ আজকের এই লিখিত অভিযোগ । তারা একদিকে সাধারণ মানুষের এস আই আর ফর্ম নিয়ে মানসিক চাপ যন্ত্রণা অন্যদিকে পারিবারিক অশান্তির মধ্যে তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 2 =