পরিবেশবান্ধব ১৩টি সিএনজি সরকারি বাসের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ১৭,জানুয়ারি :: পরিবেশবান্ধব ১৩টি সিএনজি সরকারি বাসের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাসগুলি চলবে দুর্গাপুর ডিপো থেকে। দুর্গাপুরের সিটি সেন্টারে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসস্ট্যান্ডে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, জেলাশাসক পন্নাভালাম এস, এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সুমন বিশ্বাস-সহ প্রশাসনের আধিকারিকরা।

এসবিএসটিসি সূত্রে জানা গেছে, দুর্গাপুর–কলকাতা, দুর্গাপুর–বহরমপুর, বর্ধমান–কলকাতা, বর্ধমান–করুণাময়ী, বর্ধমান–কৃষ্ণনগর, আসানসোল–কৃষ্ণনগর, আরামবাগ–কলকাতা, আরামবাগ–তারাপীঠ, বাঁকুড়া–সিউড়ি ও দুর্গাপুর–ঝাড়গ্রাম রুটে এই বাসগুলি চলবে।

নতুন পরিষেবায় দুর্গাপুর ও পার্শ্ববর্তী জেলার যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা প্রশাসনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 20 =