নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মল্লারপুর :: শনিবার ১৭,জানুয়ারি :: বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত গনপুরে রাস্তার দাবিতে পথ অবরোধে সামিল হলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। দীর্ঘদিন ধরেই গনপুর থেকে চোবাট্টা যাওয়ার জন্য কোনও পাকা ও প্রশস্ত রাস্তার অভাবে চরম দুর্ভোগে রয়েছেন এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গনপুর থেকে চোবাট্টা, বেলেজোড়া, দুধেকাদর, কাটাপাহাড়ি সহ প্রায় চার থেকে পাঁচটি গ্রামের সঙ্গে যোগাযোগের কোনও উপযুক্ত রাস্তা নেই।
ফলে ছোট-বড় কোনও গাড়িই এই সব গ্রামে যাতায়াত করতে পারে না। এমনকি জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স পরিষেবাও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের।
গ্রামবাসীদের দাবি, পঞ্চায়েত অফিস থেকে রাস্তা নির্মাণের আশ্বাস মিললেও এখনও কাজ শুরু হয়নি। অভিযোগ উঠেছে, ফরেস্ট রেঞ্জ অফিসারের নির্দেশে গনপুর থেকে চোবাট্টা যাওয়ার রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এর জেরেই একাধিক গ্রামের সাধারণ মানুষ চরম সমস্যার মধ্যে পড়েছেন।
এই পরিস্থিতির প্রতিবাদে এবং দ্রুত রাস্তার কাজ শুরু করার দাবিতে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন একত্রিত হয়ে গনপুরে ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধস্থলে ধামসা-মাদল নিয়ে বসে পড়েন আদিবাসী মহিলারাও। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, ফরেস্ট রেঞ্জার এসে তাদের সঙ্গে কথা না বলা পর্যন্ত অবরোধ চলবে।

