নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার ১৭,জানুয়ারি :: আসানসোল বারাবনি থানা নাকা চেকিং এর সময় রুনাকুড়া অজয় নদী বাংলা ঝাড়খান্ড বর্ডারের কাছে লাল রঙের একটি চারচাকা গাড়ি আসছিল, গাড়ি তল্লাশি নেবার সময়, গাড়ির ভেতর থেকে ২১লক্ষ টাকা উদ্ধার করে।
পুলিশ যখন তাদের জিজ্ঞাসাবাদ করে তারা কোন সদউত্তর দিতে পারেনি অবশেষে বারাবনি থানা তিন জনকে আটক করে এবং চারচাকা গাড়িটি সিজ করা হয়েছে। ধৃতরা বিহারে সিওয়ান জেলা থেকে আসছিল দুর্গাপুর যাবে বলে। বারাবনি থানার পুলিশ তদন্ত শুরু করে।

