দুর্গাপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, সভা শেষে ক্ষোভে ফেটে পড়লেন বর্ষীয়ান নেতা

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ১৮,জানুয়ারি :: দুর্গাপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। দুর্গাপুরের মুচিপাড়ায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের ‘পরিবর্তন সংকল্প সভা’ শেষ হতেই দলের অন্দরেই শুরু হয় তীব্র বিশৃঙ্খলা। সভা শেষে ক্ষোভ উগরে দেন বর্ষীয়ান বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

অভিযোগ, সভার মঞ্চে তাঁকে তোলা হয়নি। এই নিয়েই প্রকাশ্যে ক্ষুব্ধ হন তিনি। একসময় তিনি বিজেপির জেনারেল সেক্রেটারি ও জেলা সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি বিজেপির সুশাসন বিভাগের দায়িত্বে রয়েছেন।

ক্ষোভ প্রকাশ করে অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্গাপুরে নতুন বিজেপি নেতারা “চোর-ছ্যাচড়ের দল”। তাঁর অভিযোগ, অন্য রাজনৈতিক দল থেকে আসা নেতাদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে, আর পুরনো ও নিষ্ঠাবান বিজেপি কর্মীরা দলীয় কর্মসূচিতে কোনও গুরুত্বই পাচ্ছেন না।

বাইরে থেকে আসা নেতারা ‘ছড়ি ঘোরাচ্ছেন’, অথচ দীর্ঘদিনের কর্মীরা কোণঠাসা হয়ে পড়ছেন বলে দাবি করেন তিনি। সভা শেষে কর্মী-সমর্থকদের মধ্যেও এই ঘটনা নিয়ে চরম অস্বস্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

প্রকাশ্যে এমন মন্তব্যে দুর্গাপুর বিজেপির অন্দরের দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 4 =