নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: রবিবার ১৮,জানুয়ারি :: আবারো এসআইআর আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। এবার ঘটনা নদিয়ার শান্তিপুরের। মৃত ওই ব্যক্তির নাম সুবোধ দেবনাথ, বয়স আনুমানিক ৫৬ বছর। পেশায় তিনি তাঁত শিল্পী। বাড়িতে তার অসুস্থ স্ত্রী এবং এক ছেলে থাকেন।
দীর্ঘদিন ধরে তাঁত বুনে কোন রকম ভাবে সংসার চালান তিনি। এস আই আর চলাকালীন বিভিন্ন সময় বিভিন্ন ভুল ভ্রান্তি থাকলে তাদের বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে ইলেকশন কমিশনের। যেটা জানা যায় শান্তিপুর ঢাকাপাড়ার বাসিন্দা সুবোধ দেবনাথের পরিবারের নাম উঠেছিল ২০১০ সালে।
যেহেতু ২০০২ সালে নাম ছিল না। সেই কারণে চলতি মাসের ৪ তারিখে তার বাড়িতে একটি নোটিশ আসে। সূত্রের খবর, নোটিশ আসার পর থেকেই আতঙ্কে এবং মানসিক অবসাদে ভুগছিলেন সুবোধ দেবনাথ। পাশাপাশি একাধিক প্রতিবেশীর সঙ্গে তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন।
প্রতিবেশী এবং তার স্ত্রী জানান, এবার হয়তো তাকে জেল খাটতে হবে এই আশঙ্কাতেই তিনি ছিলেন। কিছুতেই হিয়ারিং করতে যাবেন না বলেও সিদ্ধান্ত নেন তিনি। পাশাপাশি পরিবারের দাবি একপ্রকার খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিলেন সেই ভয়ে।
আজ সকালে শান্তিপুর কামারপাড়ায় তিনি যেখানে তাঁত বোনার কাজ করতেন সেই গ্যারেজে কারো না থাকার সুযোগ নিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
তবে পরিবার এবং প্রতিবেশী সূত্রে জানা যায় এ বিষয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা একটি লিখিত অভিযোগ দায়ের করবে থানায়। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ

