পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভার খটনগর গ্রামে তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়নের পাঁচালি’ প্রচার কর্মসূচিতে এসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দলের বুথ সভাপতি ও সহ সভাপতি।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১৮,জানুয়ারি :: বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেল বিজেপি শিবির। পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভার খটনগর গ্রামে তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়নের পাঁচালি’ প্রচার কর্মসূচিতে এসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দলের বুথ সভাপতি ও সহ সভাপতি।

খটনগর গ্রামে আয়োজিত কর্মসূচিতে দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন আউশগ্রাম বিধানসভার কো-অর্ডিনেটর কাকলি গুপ্ত তা ও আউশগ্রাম–২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন।

এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান সাধনা কোনার-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =