নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: পান্ডুয়া :: রবিবার ১৮,জানুয়ারি :: পাণ্ডুয়া থানার অন্তর্গত খন্নান ষাটপুকুর এলাকায় একেবারে সিনেমার দৃশ্যের মতো ঘটনায় চাঞ্চল্য ছড়াল। নিখিল বিশ্বাসের বাড়িতে হঠাৎই টের পাওয়া যায়—ঘরে যেন কেউ অচেনা অতিথি হাজির! আর তাতেই শুরু তৎপরতা।
বাড়ির লোকজন মুহূর্তের মধ্যে একজোট হয়ে অভিযানে নেমে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই এক ‘চোর বাবাজি’-কে হাতে-নাতে পাকড়াও করা হয়। ধরা পড়তেই আর রাখঢাক না করে চোর বাবাজি নাকি আবেগঘন কণ্ঠে বলে ওঠেন,“আমি সব সময় চুরি করি না… মাঝে মাঝে চুরি করি আর কি!”
এই অনবদ্য স্বীকারোক্তিতে উপস্থিত জনতার মধ্যেও হাসির রোল পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ওই চোরকে একটি ইলেকট্রিক পোলে বেঁধে রাখা হয় এবং সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পাণ্ডুয়া থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চোরকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনায় কেউ আহত না হলেও, এলাকায় হাস্যরসের রেশ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশের মন্তব্য, “চুরি করতে এসে এমন সংলাপ না দিলে বোধহয় গল্পটাই জমত না!” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

