নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: লাউদোহা :: রবিবার ১৮,জানুয়ারি :: রবিবার সাত সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের এলাকায় শোকের ছায়া।
ঘটনাটি ঘটেছে এদিন সকাল ৬:৩০ টা নাগাদ উখড়া মাধাইগঞ্জ রোডের সরপি মোড়ে। পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পরিতোষ রুইদাস (২৫) নামে এক যুবকের ।

লাউদোহার ঘাতক সেই লরি
প্রত্যক্ষদর্শীরা জানান রাস্তা পারাপার করছিল পরিতোষ । সেই সময় উখরার দিক থেকে একটি ১৬ চাকার বড়ো লরি তাকে সজরে ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় পরিতোষের ।
দুর্ঘটনার খবর চাউর হতেই সেখানে ভিড় জমায় প্রচুর মানুষ । ক্ষতিপূরণ ও যান নিয়ন্ত্রণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
প্রায় তিন ঘন্টা ধরে চলে রাস্তা অবরোধ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়, অন্ডাল থানার উখড়া ফাঁড়ি ও দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ । এর মধ্যেই সেখানে উপস্থিত হয় আরো পুলিশ ।
আসেন সিআই পিন্টু মুখার্জি, স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূলের দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক সহ অন্যরা । দীর্ঘক্ষণ পরে তাদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয় । অবরোধ উঠলে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ । মৃত পরিতোষের বাড়ি সরপি গ্রামে

