নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: রবিবার ১৮,জানুয়ারি :: গোপালপুর থেকে পানাগড় শিল্পতালুকে যাওয়ার পথে একটি গ্যাস ট্যাঙ্কার বোঝাই ট্রেলারে থাকা ক্যাপসুল সিলিন্ডার থেকে গ্যাস লিক করার ফলে ট্রেলার টিকে জাতীয় সড়কের ওপর দাঁড় করিয়ে দেওয়া হয়।
ঘটনাটি ঘটেছে কাঁকসার বিরুডিহায় বায়ু সেনা ছাউনির গেটের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে কলকাতা গামি রাস্তায়। জাতীয় সড়কের ওপর গাড়িটি দাঁড়িয়ে যাওয়ার ফলে। জাতীয় সড়কের কলকাতা গামী রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন।
দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে দেয়। খবর দেওয়া হয় সংস্থার আধিকারিকদের। প্রায় এক ঘন্টা পর সংস্থার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে। দমকলের আধিকারিকরা জানিয়েছেন তারা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান।
তবে বড় কোন ঘটনা না ঘটলেও জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিপদ এড়াতে সকলকেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।গাড়ির চালক ও খালাসি গাড়ি দাঁড় করিয়ে নেমে নিরাপদ স্থানে চলে যাওয়ায় কারোর কোনো ক্ষতি হয় নি।

