নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৮,জানুয়ারি :: আজকের থেকে শুরু হলো দ্বিতীয় বর্ষ সৃষ্টিশ্রী মেলা। আজ থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২৭শে জানুয়ারি পর্যন্ত। হস্তশিল্পের সম্ভার নিয়ে দ্বিতীয় বর্ষে হাজির সৃষ্টিশী মেলা।
কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। হস্তশিল্পের সম্ভার ছাড়া রয়েছে সুস্বাদু খাওয়ার। শৈল শহরের বিখ্যাত খাবারের পাশাপাশি রয়েছে রাজস্থানেরও সুস্বাদু খাবার। এছাড়া বিভিন্ন জেলা থেকে হস্তশিল্পের সম্ভার রয়েছে।
মেলায় আগত ব্যবসায়ীরা জানিয়েছেন আশা রাখছেন ভালোই বাজার হবে। মেলায় রয়েছে অনুষ্ঠান মঞ্চ, যেখানে এদিন দেখা গেল বিভিন্ন শিল্পীরা নৃত্য পরিবেশন করছেন পাশাপাশি সংগীত পরিবেশন করছেন। সবমিলিয়ে প্রথম দিনই জমজমাট মেলা প্রাঙ্গণ

