নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: রবিবার ১৮,জানুয়ারি :: সারস্বত উৎসবকে সামনে রেখে ধূপগুড়িতে অনুষ্ঠিত হলো ‘হাজার তুলির টানে বসন্তে বসে আঁকো’ শীর্ষক বসে আঁকো প্রতিযোগিতা। ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রবিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিভিন্ন স্কুল থেকে এক হাজারেরও বেশি শিশু ও প্রতিযোগী অংশগ্রহণ করে। উল্লেখ্য, এ বছর সারস্বতী পুজো ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হলেও তার অনেক আগেই প্রেস ক্লাবের উদ্যোগে নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সূচনা হয়ে যায়।
ইতিমধ্যে একটি আন্তঃরাজ্য দাবা প্রতিযোগিতাও সফলভাবে সম্পন্ন হয়েছে। এদিনের বসে আঁকো প্রতিযোগিতা পাঁচটি বিভাগে ভাগ করে অনুষ্ঠিত হয়, যাতে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণের সুযোগ পায়।
আগামী ২১ জানুয়ারি সারস্বত উৎসবের মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জলপাইগুড়ি জেলার জেলাশাসক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার, ধূপগুড়ির বিধায়কসহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা।
উদ্বোধনী অনুষ্ঠানের দিন দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হবে। পাশাপাশি থাকছে গণ হাতেখড়ি অনুষ্ঠান ও আমন্ত্রিত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। ২৩ জানুয়ারি সারস্বতী পুজোর দিন অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

