দক্ষিণ পাড়া মাথাভাঙ্গা ৫ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে বিটিম মাঠে শুরু ওয়ার্ড ফেস্টিভ্যাল

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: রবিবার ১৮,জানুয়ারি :: দক্ষিণ পাড়া, মাথাভাঙ্গা শহরের ৫ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ড ফেস্টিভ্যাল। মাথাভাঙ্গা বিটিম মাঠে আয়োজিত এই ফেস্টিভ্যালে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।

সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদনমূলক নানা আয়োজন এবং সামাজিক মিলনমেলায় রূপ নিয়েছে এই ওয়ার্ড ফেস্টিভ্যাল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতেই এই উদ্যোগ। শিশু থেকে শুরু করে প্রবীণ—সব বয়সের মানুষের জন্যই রয়েছে নানা কর্মসূচি।

স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। ওয়ার্ড ফেস্টিভ্যাল ঘিরে বিটিম মাঠ ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =