সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৮,জানুয়ারি :: ১৫নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব সুচেতনা শুরু হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে অরুনাদয়ের সংঘের অনুষ্ঠান মঞ্চে। এদিন সকালে অরুনাদয় সংঘের অনুষ্ঠান মঞ্চে ওয়ার্ডের প্রবীর নাগরিকদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
ওয়ার্ডের বেশ কিছু প্রবীণ নাগরিকদের সংবর্ধনা প্রদান করা হয়। ওয়ার্ডের প্রবীর নাগরিক হিসেবে সংবর্ধনা দেওয়া হল প্রাক্তন শিক্ষক সুকুমার ভাদুড়ীকে।
এই বিষয় তিনি জানিয়েছেন, এরকম একটা অনুষ্ঠান খুব ভালো লাগছে। ১৫ ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন সরকারকে এরকম অনুষ্ঠান করবার জন্য ধন্যবাদ জানান তিনি।*

