নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ১৯,জানুয়ারি :: অমৃত ভারত এক্সপ্রেস একটি আধুনিক নন এসি দীর্ঘপথ স্লিপার ট্রেন পরিষেবা। ভারতীয় রেল এই পরিষেবা শুরু করেছে। লক্ষ্য সাশ্রয়ী ও আরামদায়ক যাত্রা সুনিশ্চিত করা।
উৎসবের মরশুম ও অভিবাসনকালে বাড়তি যাত্রীচাপ সামাল দেওয়া এই পরিষেবার উদ্দেশ্য। প্রতি এক হাজার কিলোমিটারে আনুমানিক ৫০০ টাকা ভাড়া নির্ধারিত। স্বচ্ছ ও সহজ ভাড়া কাঠামো অনুসরণ করা হয়েছে। পরিবর্তনশীল ভাড়া নেই।
কর্মসংস্থান, শিক্ষা ও পারিবারিক প্রয়োজনে যাত্রা সহজ হয়। সারা দেশে সাশ্রয়ী দীর্ঘপথ রেলসংযোগ বিস্তারের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই ট্রেনগুলি সম্পূর্ণ নন এসি। এতে রয়েছে ১১টি সাধারণ শ্রেণির কোচ, আটটি স্লিপার কোচ, একটি প্যান্ট্রি কার এবং দুটি দ্বিতীয় শ্রেণি লাগেজ ও গার্ড ভ্যান। দিব্যাঙ্গবান্ধব ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। সাধারণ যাত্রীদের প্রয়োজন অনুযায়ী নকশা করা হয়েছে। আরামদায়ক ও উন্নত যাত্রার অভিজ্ঞতা দেওয়াই মূল লক্ষ্য।

