নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১৯,জানুয়ারি :: বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এই আবহে খেলার মাঠ থেকেই রাজনৈতিক হুংকার শোনা গেল ‘গরিবের বন্ধু’ হিসেবে পরিচিত মতিউর রহমানের কণ্ঠে।
রবিবার হরিশ্চন্দ্রপুর বিধানসভার ঘরঘড়ি ময়দানে অনুষ্ঠিত আদিবাসী বীর বিরসা ওরাও ফুটবল টুর্নামেন্ট-এর মঞ্চ থেকে তিনি বলেন, “আমি কথা বলতে পারি, সময় এলে ফাটাফাটি কথা বলব।”
এই বক্তব্যকে ঘিরে মালদা জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। ভোটের মুখে খেলার ময়দান থেকে উঠে আসা এই বার্তা যে নতুন রাজনৈতিক ইঙ্গিত বহন করছে।

