নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: সোমবার ১৯,জানুয়ারি :: গোপন সূত্রের ভিত্তিতে বড় সড় সাফল্য রায়গঞ্জ থানার পুলিশের। এদিন রবিবার শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায় প্রায় ৪০০ গ্রাম মাদক উদ্ধার সহ এক যুবকে গ্রেফতার করা হয়।
এই প্রসঙ্গে জানা যায় গোপন সূত্রের ভিত্তিতে রবিবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪০০ গ্রাম মাদক উদ্ধার করে | ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম শাহিন খান তার আনুমানিক বয়স ৪৫ বছর। তিনি মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত শেরশাহী মহেশপুর এলাকার বাসিন্দা।
অভিযোগ, মালদার কালিয়াচক থেকে রায়গঞ্জে মাদক এনে হাত বদলের সময়েই পুলিশের বিশেষ অভিযানে তাকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
রায়গঞ্জে বারবার মাদক উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন উঠলেও পুলিশ জানিয়েছে, মাদক চক্র দমনে প্রশাসন যথেষ্ট তৎপর।
যুব সমাজকে নেশা মুক্ত করতে জেলা প্রশাসন ও পুলিশ এবং বিভিন্ন এনজিও যৌথভাবে সচেতনতা কর্মসূচিও চালিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর দেবদীপ বৈরাগী জানান, “মাদক বিরোধী অভিযানে প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়েছে।
আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নেশামুক্ত রাখতে এই অভিযান আরও জোরদার করা হবে।” ধৃতকে সোমবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে এবং আরও কেউ জড়িত আছে কি না, তারও তদন্ত চলছে।

