নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: শীতলকুচি :: সোমবার ১৯,জানুয়ারি :: পরিয়ায়ী শ্রমিকের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য শীতলকুচির ভাঐরথানা গ্রামপঞ্চায়েতের কুর্শামারি গ্রামে। রবিবার এমনই ঘটনার কথা জানা গেল। জানা যায় মৃত যুবকের নাম হীমংকর পাল অরুনাচল প্রদেশে রং মিস্ত্রীর কাজ করত।
গতকাল অরুনাচল প্রদেশ থেকে ফেরার পথে আসামে এক গাড়ি চালকের সাথে ঝামেলা বাধে বলে মৃতের পরিবারের অভিযোগ। এরপর থেকে পরিবারের লোকেরা ওই ছেলের সাথে যোগাযোগ করতে পারেনি। রবিবার আসামের গোয়ালপুরে রেল লাইনের ধারে তার মৃতদেহ উদ্ধার হয়।
পরিবারের অভিযোগ তাদের ছেলেকে খুন করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার।

