কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: গ্রামের রাস্তা নেই। যার জেরে বন্ধ বিয়ে থেকে সব রকম অনুষ্ঠান। রাস্তার কারণে গ্রামের মেয়েদের বিয়ে হচ্ছে না। মালদা জেলার রতুয়া ২ নম্বর ব্লকের আড়াই ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চাঁদপাড়া গ্রামের টিটাহি পাড়ার ঘটনাএই গ্রামের সাথে সরাসরি যোগাযোগের কোন রাস্তা নেই।দীর্ঘদিন ধরে চরম সমস্যায় গ্রামবাসীরা। কোন মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া দুষ্কর হয়ে যায়। তারপর বর্ষার সময় গোটা এলাকা জলমগ্ন হয়ে যায়। সেই জল পেরিয়ে স্কুল ছাত্র ছাত্রী থেকে সাধারণ মানুষকে চলাচল করতে হয়।
গ্রামের সরাসরি রাস্তা না থাকায় এই গ্রামের মেয়েদের বিয়ে হচ্ছে না। গ্রাম পঞ্চায়েত থেকে সবাইকে জানানো হলো আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি দাবি গ্রামবাসীদের। এলাকা থেকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য তা স্বীকার করে নেন।
গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সমালোচনার ঝড় এলাকাজুড়ে। রতুয়া দুই নম্বর ব্লকের আধিকারিক নিশিত কুমার মাহাতো (BDO)জানান বিষয়টি আমাদের নজরে আসেনি এই আর্থিক বর্ষেই ওই গ্রামের রাস্তা করা হবে।