নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: হরিশ্চন্দ্রপুর :: সোমবার ১৯,জানুয়ারি :: ভিন রাজ্য পাঞ্জাবে কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের নাম ইসরাইল হক (৩০) । তার বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি গ্রামে।
রবিবার সকাল আটটা নাগাদ পাঞ্জাবের জলনধরে কিসনপুরা চক এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হয়েছে যুবকের। বাড়িতে খবর পৌঁছাতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজন।
পরিবারের একমাত্র রোজগেরের মৃত্যুতে পাঁচ নাবালক সন্তানকে নিয়ে অথৈ জলে পড়েছে স্ত্রী নাসেরা বিবি । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক মাস আগে এসআইআর এর ফর্ম জমা করে স্ত্রী ও বাবা-মা সহ সপরিবারে সেখানে কাজ করতে যায়।
সেখানে মোটর চালিত ট্রলি নিয়ে এলাকায় এলাকায় গিয়ে প্লাস্টিক কুড়ানোর কাজ করছিলেন যুবক। এদিন সকালে প্লাস্টিক কুড়াতে যাওয়ার সময় কিসনপুরা চক এলাকায় একটি লরি সরাসরি তাকে ধাক্কা মারে।
রাস্তার উপরে ছিটকে পড়ে যুবক। তার উপরে লরিটি পাল্টি খেয়ে যায়। দেহটি ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের

