ডাবগ্রাম-ফুলবাড়ীতে বিজেপিতে ধস: কৃষ্ণ দাসের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত সদস্যসহ ৪০১টি পরিবার

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ১৯,জানুয়ারি :: বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি জেলায় শক্তি বাড়াল তৃণমূল কংগ্রেস। ডাবগ্রাম-ফুলবাড়ী ২ নম্বর ব্লকে বিজেপি এবং নির্দল শিবিরে বড়সড় ভাঙন ধরিয়ে শাসক দলে যোগ দিলেন ৪০১টি পরিবার।

এই যোগদানের তালিকায় রয়েছেন বিজেপি ও নির্দল পঞ্চায়েত সদস্যরাও।জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের এসসি-ওবিসি সেলের জেলা সভাপতি তথা রাজগঞ্জ বিধানসভার কো-অর্ডিনেটর কৃষ্ণ দাসের হাত ধরে তারা তৃণমূলের ঝাণ্ডা তুলে নেন।

তৃণমূল নেতা কৃষ্ণ দাস নবাগতদের দলে স্বাগত জানিয়ে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে এবং মানুষের সেবা করার লক্ষ্যেই তারা আজ আমাদের দলে সামিল হয়েছেন। এর ফলে অত্র এলাকায় তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হলো।”

এই যোগদান কর্মসূচিতে জেলা তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিরোধীদের ঘর ছেড়ে এই বিপুল সংখ্যক মানুষের তৃণমূলে আসায় ডাবগ্রাম-ফুলবাড়ী এলাকায় রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + fifteen =