চাপড়ায় স্যালাইন হাতে শুনানিতে হাজির বৃদ্ধা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ২০,জানুয়ারি :: স্যালাইন হাতে, অসুস্থ শরীর নিয়েই হাসপাতাল থেকে সরাসরি শুনানিতে হাজির হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নদীয়ার চাপড়ার বাসিন্দা ৫০ বছর বয়সি নাজু বিবি সেখ। ঘটনাটি ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে এলাকায়।

নাজু বিবি চাপড়া বিধানসভার চাপড়া ১ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, তীব্র পেটযন্ত্রণায় তাঁকে চাপড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু শারীরিক অসুস্থতার মধ্যেও এসআইআর শুনানি নিয়ে চরম আতঙ্কে ছিলেন তিনি। শুনানিতে হাজির না হলে যদি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যায়—এই আশঙ্কায় সারারাত ঘুমোতে পারেননি নাজু বিবি।

শেষ পর্যন্ত হাসপাতাল থেকে স্যালাইন লাগানো অবস্থাতেই তিনি শুনানির জন্য পৌঁছে যান চাপড়া বিডিও অফিসে। সেই ছবি ও ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়।

এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাঁদের অভিযোগ, অমানবিক বিজেপি সরকারের শাসনে সাধারণ মানুষকে কীভাবে হয়রানি করা হচ্ছে, এই ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ।

অসুস্থ অবস্থায় নাজু বিবিকে শুনানিতে আসতে দেখে সহায়তার হাত বাড়িয়ে দেন চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকদেব ব্রহ্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + nineteen =