বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ১৯ নম্বর জাতীয় সড়কে তীব্র উত্তেজনা।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ২০,জানুয়ারি :: বিজেপির ডাকে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ কে কেন্দ্র করে দুর্গাপুরে তীব্র উত্তেজনা ছড়ায়। অবরোধ ঘিরে পরিস্থিতি দ্রুতই ধুন্ধুমার চেহারা নেয়। দীর্ঘক্ষণ পুলিশ ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি চলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়। বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইকে আটক করার পর বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে।

বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ জোরদার হয়।

অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। পুলিশ অবরোধ তুলতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে গোটা এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।

একাধিকবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও উত্তেজনা প্রশমিত করতে পুলিশকে হিমশিম খেতে হয়। শেষ পর্যন্ত অতিরিক্ত পুলিশ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিতে বাধ্য হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =