নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ২০,জানুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের সিথিল্লা গ্রামের ঘটনা । রিয়াজ মন্ডল নামে যুবক গত চারদিন ধরে নিখোঁজ ছিল ।
রিয়াজ এর বাড়ি পাশের গ্রাম আকিপূর দক্ষিণপাড়ায় । আজ পাশের গ্রামের একটি মাঠ সংলগ্ন স্থান থেকে অর্ধনগ্ন অবস্থায় দেহ উদ্ধার হয় । শরীরের একাধিক আঘাতিক চিহ্ন রয়েছে মাটি মাখানো মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তারপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে ।
জানা যায় নিখোঁজ ছাত্র রিয়াজ মৃত এই খবর পৌছাতে মৃতের পরিবার গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পাইপ ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় এমন কি স্থানীয় পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে চড়াও হয়, বাড়ি ভাঙজুর করে বলে অভিযোগ ।
ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। বিকেল পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে খুন করে ফেলে দেয়া হয়েছে এর সঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধানের অনুগামীরা জড়িত ।
পরে তার বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ । এই নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়েছে মাটিয়া থানার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের আকিপুর এলাকা।

