নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: জামুরিয়া :: মঙ্গলবার ২০,জানুয়ারি :: জামুরিয়ার বিডিও অফিসে শুনানির সময় বিজেপি ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, গতকাল ইআরও (ERO) আধিকারিক তাঁদের ফর্ম-৭ জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী তারা ফর্ম নিয়ে বিডিও অফিসে পৌঁছালে দেখতে পান, তৃণমূলের সমর্থকেরা গোটা এলাকা ঘিরে রেখেছে।
বিজেপি কর্মীরা বিডিও অফিসে ঢোকার চেষ্টা করলে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের উপর চড়াও হয় এবং ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা গোপী পাত্রের অভিযোগ, বিজেপির কর্মী-সমর্থকেরা সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছিলেন এবং প্রকৃত ভোটারদের হেনস্থা করা হচ্ছিল।
সেই খবর পেয়ে তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে আসেন। তাঁর দাবি, তার আগেই স্থানীয় মানুষজন বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তদন্ত শুরু করেছে
