নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২০,জানুয়ারি :: মৌসুম বেনজির নূর,কংগ্রেসের যোগদান করতে, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা কেন্দ্রে তৃণমূলে ভাঙ্গন। তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান করলেন প্রায় পঞ্চাশের অধিক তৃণমূল কর্মী।
তাদের হাতে পতাকা তুলে দেন সদ্য তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ দেওয়া মৌসুম নূর ও তার দাদা মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি, ইসা খান চৌধুরী।
এতে গুরুত্ব দিতে নারাজ মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
সোমবার, মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের, পঞ্চানন্দপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়, পঞ্চাশের অধিক তৃণমূল কর্মী সমর্থক কংগ্রেসের যোগদান করেন।
মৌসম নূর বলেন, বর্তমানে তৃণমূলের যা অবস্থা আত্ম সম্মান নিয়ে, এখানে কেউ দল করতে পারবেনা। যারা আত্মসম্মান নিয়ে দল করতে চান তারা কংগ্রেসে আসুন।গোটা জেলাতেই তৃণমূল কর্মীরা, আমাদের সাথে যোগাযোগ করছে আরো অনেকেই যোগদান করবে।
রাজ্যের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন, যারা যোগদান করেছেন তারা দলের কেউ না। দল বিরোধী কাজের অভিযোগে এদের আগেই বহিষ্কার করা হয়েছিল।

