এস আই আর এর প্রতিবাদে বাসন্তীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ,শুনানি কেন্দ্র ভাঙচুর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: বাসন্তী :: মঙ্গলবার ২০,জানুয়ারি :: গতকালের পর মঙ্গলবারও উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। এস আই আর-এর প্রতিবাদে ফের বাসন্তীতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এমনকি শুনানি কেন্দ্রে ভাঙচুর চালানো হয়।

মঙ্গলবার থেকে বাসন্তী ব্লকের গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে জমায়েত হয়ে বিক্ষোভে সামিল হন বহু মানুষ। ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে এবং স্লোগান তুলে তাঁরা রাস্তা অবরোধ করেন। এর জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।

এর পাশাপাশি বাসন্তীর বিডিও অফিস চত্বরে শুনানি কেন্দ্র করা হয়েছিল আর সেই শুনানি কেন্দ্রের টেবিল চেয়ার ভাঙচুরের অভিযোগ এলাকাবাসীদের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের অভিযোগ, এস আই আর-এর হেয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে।

নির্দিষ্ট নিয়মকানুন বা স্পষ্ট নির্দেশ ছাড়াই একাধিকবার হাজিরা দিতে বলা হচ্ছে বলে দাবি তাঁদের। ফলে দিনমজুর, কৃষক ও শ্রমজীবী মানুষ কাজ ফেলে হেয়ারিংয়ে যেতে বাধ্য হচ্ছেন, যার প্রভাব পড়ছে তাঁদের রোজগারে।

অনেকের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনও পরিষ্কার সমাধান মিলছে না। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রশাসনিক প্রক্রিয়া থাকলেও তা যেন সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয়। এস আই আর সংক্রান্ত হেয়ারিং আরও স্বচ্ছ ও সহজ করার দাবি জানিয়েছেন তাঁরা।

বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, অবিলম্বে এই হয়রানি বন্ধ করতে হবে, নচেৎ আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে। রাস্তা অবরোধের জেরে বাসন্তী ও আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়। স্কুল পড়ুয়া, অফিসযাত্রী ও রোগীবাহী গাড়ি সমস্যায় পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বেশ কিছুক্ষণ আলোচনা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + fourteen =