সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ২০,জানুয়ারি :: তিন পুরুষের ব্যবসায়িক ঐতিহ্য সামলাচ্ছেন সত্যজিৎ পাল। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে সৃষ্টিশ্রী মেলা।
বিভিন্ন জেলার কুটির শিল্পের সম্ভার রয়েছে এই মেলাতে। মেলায় কৃষ্ণনগরের ঘূর্ণির বিখ্যাত মাটির পুতুলের স্টল দিয়েছেন।
এই প্রসঙ্গে তিনি জানান , তিন পুরুষের ব্যবসা সামলাচ্ছেন। তিনি আরো জানান তাঁর হাতের কাজ অর্থাৎ মাটির পুতুলের চাহিদা দেশজুড়ে। দেশের বিভিন্ন প্রান্তে যায় মাটির পুতুল।
শুধু দেশ নয় বিদেশেও তাঁর হাতের কাজের কদর রয়েছে। ফ্রান্স ,আমেরিকা, রাশিয়া সহ বিভিন্ন দেশে সত্যজিৎ বাবুর হাতের তৈরি মাটির পুতুল যায়।
দেশের মতো বিদেশেও তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রথমবার এসেছেন সৃষ্টিশী মেলায়। দেখা গেল তাঁর স্টলে ভালোই ভিড় জমিয়েছেন ক্রেতারা। তাঁর অসামান্য সৃষ্টির জন্য তিনি তিনবার পশ্চিমবঙ্গ রাজ্য পুরস্কার পেয়েছেন।
তিনি আরো জানিয়েছেন, তাঁকে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে সম্মান জ্ঞাপন করা হয়েছে এছাড়া বিভিন্ন সংস্থা থেকেও তার অসামান্য কাজের জন্য সম্মান পেয়েছেন।

